মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর: টানা ১৯ দিনের অবরোধে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকায় শাহজাদপুরে হরতাল-অবরোধের কোন উত্তাপ নেই। দলীয় কোন কর্মকান্ড না থাকায় সব কিছু চলছে স্বাভাবিক গতিতে। ফলে শাহজাদপুরে হরতাল অবরোধে কোন সহিংস ঘটনা ঘটেনি। এমন কি পিকেটিং ও পেট্রোল বোমা হামলার মতো কোন অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি। ব্যবসা বানিজ্য ও যানবহন চলছে নির্বিঘেœ। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি। প্রতিদিন দোকান পাট অফিস আদালত খোলা থাকছে। স্কুল কলেজ মাদ্রাসায় নিয়মিত চলছে পাঠদান ও ক্লাশ। সড়ক মহাসড়কে নসিমন,করিমন,সিএনজি,ভটবটি, মাইক্রো,পিকআপ ভ্যান,মিনি ট্রাক,ট্রাক,ট্যাংকলরী বিনা বাধায় হরহামেশা চলাচল করছে। দুরপাল্লার কোচ সরাসরি চলাচল না করলেও অভ্যান্তরিন রুটে বাস মিনিবাস চলছে স্বাভাবিকভাবে। টানা এই ১৯ দিনের অবরোধ চলাকালে মাত্র ১ দিন একটি মিছিল শহরে দেখা গেলেও বাকী ১৮ দিনই মাঠে নেতাকর্মীদের দেখা মেলেনি। খোজ নিয়ে জানা গেছে মাঠের রাজনীতি ছেড়ে স্থানীয় নেতারা নিজ নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কিন্তু তাদের বিরুদ্ধে খর্গ নেমে আসার ভয়ে তারা এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে শাহজাদপুর পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নেতাদের মধ্যে আস্থা ও বিশ্বাস না থাকায় তাদের মধ্যে দলীয় সমন্বয় নেই। এছাড়া বছরের বেশীরভাগ সময় অধীকাংশ নেতা ঢাকায় অবস্থান করে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় দলীয় কোন কর্মসূচী পালন করা সম্ভব হচ্ছে না। শাহজাদপুর বিএনপির কতিপয় নেতা সরকার দলীয় নেতাদের সাথে লিয়াজো করে চলায় দলীয় কোন কর্মসূচীই পালিত হচ্ছেনা। এ পরিস্থিতির জন্য তিনি বলেন,শাহজাদপুরে বিএনপিই বিএনপির ক্ষতির জন্য যথেষ্ট। এর উদাহরন দিয়ে বলেন,মাঠ পর্যায়ের নেতারা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচীতে মিছিল বের করলে তাদের উপর হামলা করা হয়। এ হামলায় অনেকেই আহত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছে। এতে তারা দলীয় কর্মসূচীতে অংশ নিতে আগ্রহ দেখাতে সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন বলেন, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় শাহজাদপুর বিএনপির সকল নেতা কর্মীকে আসামী করায় গ্রেফতার আতংকে তারা পালিয়ে ফিরছে। ফলে সকল কর্মসূচী পালন সম্ভব না হলেও মাঝে মধ্যে দলীয় কর্মসূচী পালন করা হচ্ছে। একেবারেই মাঠে নেই একথা ঠিক নয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরুর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে উৎপাদন দুধ দেশে দুধের চাহিদা মেটাচ্ছে

শাহজাদপুর

শাহজাদপুরে উৎপাদন দুধ দেশে দুধের চাহিদা মেটাচ্ছে

ওই বিপুল পরিমান দুধ মিল্কভিটাসহ অন্যন্য বেসরকারি ডেইরি প্রজেক্টের কুলিং সেন্টার ও কারখানায় প্রক্রিয়াজাত ও শীতলীকরণের মাধ...

ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে বিএনপি : ফখরুল

রাজনীতি

ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে বিএনপি : ফখরুল

বিএনপি কখনও মাথা নত করে বসে যায়নি বলে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি বিশ্বাস করি য...

কোহলির সাথে বন্ধুত্বের গল্প শোনালেন ইমরুল

খেলাধুলা

কোহলির সাথে বন্ধুত্বের গল্প শোনালেন ইমরুল

ইমরুল কায়েসের কাঁধে হাত দিয়ে খোশগল্পে মশগুল বিরাট কোহলি- এই ছবিটি দেখেননি এমন মানুষ পাওয়া ভার। বাংলাদেশের ভারত সফরের সময়...

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মখদুম শাহদৌলা (রঃ) এর বাৎসরিক ওরশ শেষ হচ্ছে

ধর্ম

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মখদুম শাহদৌলা (রঃ) এর বাৎসরিক ওরশ শেষ হচ্ছে

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর...

শাহজাদপুরে সবজি গ্রামের সবজি চাষে সবজি চাষীদের ভাগ্যোন্নয়ন : শতশত কৃষক স্বাবলম্বী

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে সবজি গ্রামের সবজি চাষে সবজি চাষীদের ভাগ্যোন্নয়ন : শতশত কৃষক স্বাবলম্বী

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের সবজিগ্রাম পুরান টেপরি ও চরনবীপুর এ দুটি গ্রামে...

সরকারী নির্দেশ অমান্য করে কামারখন্দে সহকারী গ্রন্থাগার নিয়োগ

শিক্ষাঙ্গন

সরকারী নির্দেশ অমান্য করে কামারখন্দে সহকারী গ্রন্থাগার নিয়োগ

কামারখন্দ প্রতিনিধিঃ কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদ...