বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
0111জেলা প্রতিনিধিঃ সেতু মন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন না হওয়ায় মহাসড়ক পথে দুর্ঘটানা বাড়ছে। প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় এ অঞ্চলের অনেক স্থানে প্রাণহানির ঘটনা ঘটে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে ৩ দিনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ কমপক্ষে ৬২ জন। বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়ক এলাকা থেকে নলকা পর্যন্ত ৪ লেন করার দাবি দীর্ঘদিনের। সেতুমন্ত্রী যতবারই সিরাজগঞ্জে এসেছেন ততবারই ওই মহাসড়কের ১৯ কিলোমিটার এলাকায় ৪ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। যে কারণে এই সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। জানা গেছে, গত তিন দিনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের প্রায় একই স্থানে ৩টি মর্মান্তিক দুর্ঘটনা ঘছে। এতে প্রথম দিনে ২ জন, দ্বিতীয় দিনে ১১ জন এবং তৃতীয় দিনে ৩ জনসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম কোনাবাড়ি এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঈশ্বরদীর চালক আজিজ মল্লিক (৩২) এবং পার্শ্ববর্তী মোক্তারপুর গ্রামের আদম আলী ঘটনাস্থলেই নিহত হন। পরের দিন শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম ১০ জন পরদিন আরো এক জন মারা যান এবং কমপক্ষে ৪৫ জন আহত হন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানান- উল্লেখিত স্থানে ২টি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। যদি এ সড়কটি ৪ লেন করা হতো তাহলে এই মর্মান্তিক র্দুঘটনা ঘটতোনা বলে তিনি মন্তব্য করেন। নিহতদের মধ্যে ট্রাকচালক সোহরাব আলী, যাত্রী আফসার আলী ও জহির উদ্দিনের বাড়ী গাইবান্ধা সাঘাটা উপজেলা সদরে। তবে অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে শনিবারের শোকের মাতম কাটতে না কাটতেই রোববার ভোর রাতে আবারও দুর্ঘটনা ঘটে ওই সড়কে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী নামক স্থানে শনিবারের দুর্ঘটার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত ও ৪ জন আহত হন। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে। পুলিশ জানায়- ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে অপর বিপরীতগামী একটি ট্রাকের মুখোমখি সংঘর্ষে এ র্দুঘটানা ঘটে। এতে ট্রাকের কেবিনে বসে থাকা বাবা-ছেলে বগুড়ার ধুনট উপজেলার মাধবডাঙ্গা গ্রামের দুদু মিয়া (৪৮) ও তার ছেলে হৃদয় মিয়া (১০)ও ট্রাক চালক পাবনার শফি খান নিহত হন। অপরদিকে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫টি সংযোগ সড়ক থাকাতেও দুর্ঘটনা ঘটছে। অনেক সময় চালক তার গাড়ির গতিরোধ করতে না পেরেও দুর্ঘটনার কবলে পড়ছেন। সেতুর পশ্চিমপাড় এলাকার সায়দাবাদ মোড়, মুলিবাড়ি রেলক্রসিং, কড্ডার মোড়, কোনাবাড়ি, নলকা, পাঁচলিয়াসহ একাধিক স্থানে ওভারব্রিজ নির্মাণের জন্য জোর দাবি করা হলেও তেমন কোন সাড়া মেলেনি কর্তৃপক্ষের। শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণের শত শত যানবাহন চলাচল করে এই মহাসড়কে। এ জন্য দ্রুত ৪ লেনের সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে মহাসড়কে দুর্ঘটনা কমাতে সরকারের আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

উপ-সম্পাদকীয়

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

ঢাকার কাফরুলে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ

ঢাকার কাফরুলে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার বিকেলে ঢাকার কাফরুল থানা এলাকার পার্ক (চাইনিজ) হোটেলে মহানগর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময়...

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

দিনের বিশেষ নিউজ

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদ-উল-আযহা’র পরবর্তীতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ও শাহজাদপুর-ঢাকা মহাসড়কে বাস ভাড়া আরেক দফা বেড়েছ...

ঘুষ না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষা অফিসের অফিস সহকারী!

অপরাধ

ঘুষ না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষা অফিসের অফিস সহকারী!

শাহজাদপুর প্রতিনিধি : এবার ঘুষের ৫ হাজার টাকা না দেয়ায় খোঁদ শাহজাদপুর প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ কর...