রবিবার, ০২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি গ্রামের ৩০ জন উচ্চশিক্ষার্থী তরুণ যুবক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। তারা এলাকার বিভিন্ন কৃষকের জমিতে ধানকাটার কামলা দিয়ে যে অর্থ পাচ্ছেন। সেটি জমিয়ে এবারের ঈদে লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই তারা এ উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে কথা হয় বাড়াকান্দি গ্রামের একাউন্টিং এ অনার্স ৪র্থ বর্ষের ছাত্র একরামুল হক ও ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র রাসেল খান বলেন,আমরা সবাই ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজে অধ্যায়ন করি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা বাড়ি এসে বসে আছি। তাই বেকার বসে সময় নষ্ট না করে করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়াতে এ উদ্যোগ নিয়েছি। নিজেদের হাত খরচের টাকায় প্রথমে ৩৫টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। এখন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে কর্মহীন ১২০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য অনেক টাকার দরকার। যা আমাদের পক্ষে জোগার করা মুশকিল। এদিকে কৃষকের জমির পাকা ধান কাটতে চলছে চরম শ্রমিক সংকট। আমরা কৃষকের এ সমস্যার সমাধানেও উদ্যোগ নিয়েছি। ধানকাঁটা শ্রমিকরা প্রতি ডিসিমেল জমিতে ৫০টাকা নগদ ও ২ বেলা খোরাকি নিয়ে থাকেন। আমরা রোজা থাকি। তাই খোরাকি নিচ্ছিনা। শুধু ৫০টাকা করে মজুরি নিচ্ছি। এতে কৃষকেরও কিছুটা আর্থিক স্বাশ্রয় হচ্ছে। তারা বলেন, এ কাজ করে গত ১৫ দিনে আমাদের প্রায় ১০ হাজার টাকা জমেছে। আরো ২৫ হাজার টাকা লাগবে। এ জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আশাকরি ২৫ রোজার মধ্যে আমাদেও এ টার্গেট পূরণ হবে। আমরা কৃষকের জমির পাঁকা ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি। বিনিময়ে পাওয়া মজুরির টাকা দিয়ে ঈদ সামগ্রী কিনে ১২০টি কর্মহীন হতদরিদ্র অসহায় পরিবারের বাড়ি বাড়ি পৌছে দেব। আমাদের এ উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকদের ধানকাটার শ্রমিক সংকট দূর হচ্ছে। অপর দিকে অসহায় কর্মহীন পরিবারের মুখে হাঁসি ফুটে উঠছে। তারা আরো বলেন,ইতোমধ্যেই আমরা ২০০ ডিসিমেল জমির পাকা ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিয়েছি। তারা আরো জানান,‘বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘ’ নামে তাদের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে। এ সংগঠনের পক্ষ থেকে তারা গ্রামের বাল্যবিবাহ,ইভটিজিং বন্ধ ও ঝড়েপড়া শিশুদের শিক্ষা ব্যবস্থা সহ নানা ধরণের সামাজিক কাজ করে এলাকায় প্রসংশিত হয়েছেন। এ ধানকাটা কাজে অংশ নেওয়া যুবকরা হল, একরামুল হক,জাকারিয়া হোসেন মামুন, ইমরান হাসান রবিন,রাসেল খান, মেহেদী হাসান বাপি, সোহাগ খান,ইয়াসিন খান, রাসেল রানা, ইয়াকুব, ইউনুস খান, সৌরভ খান,তালাত মাহমুদ অন্তর,মোহাইমিনুল ইসলাম হৃদয়,সিয়াম আহমেদ,রিয়াজুল ইসলাম,মাকসুদুল ইসলাম, জুলকার নাইম, সাগর খান, মাসুম খান, সায়েম সরকার,শরিফুল ইসলাম, মাজহারুল ইসলাম, আল-আমিন হোসেন রিপন, সোহানুর রহমান সবুজ, সিহাব উদ্দিন, মনিরুল ইসলাম, হৃদয় হোসেন আকাশ,শাহরিয়ার মাহমুদ সবুজ,আনিসুর রহমান,মিঠু,রয়হান,রাকিব,রিয়াজুল, হাসান,নাসির,বাবু,শাহরিয়া প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২ জনকে বহিস্কার

শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২ জনকে বহিস্কার

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম থেকে ২জনকে বহিস্কার করা...

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

খেলাধুলা

শাহজাদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে বেড়া পৌরসভা জয়ী

আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর...