শুক্রবার, ০২ মে ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে যানজট। আর এতে ভোগান্তিতে পড়ছে উত্তর ও দক্ষিণ বঙ্গের ২৪ জেলার মানুষ। হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজের দূরত্ব ৪ কিমি হলেও পাড় হতে সময় লাগছে দুই থেকে তিন ঘন্টা। এছাড়াও হাটিকুমরুল থেকে শাহজাদপুর ও হাটিকুমরুল থেকে চান্দইকোনা মহাসড়কের প্রায় ১৯ কিঃমি রাস্তা জুড়ে রয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ রাস্তায় খানাখন্দ আর সরু দুইটি সেতু পার হতেই এই যানজটের সৃষ্টি হয়। আর সাথে রয়েছে দুর্ঘটনার আশংকা। তবে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলেন রাস্তা সংস্কারের কাজ চলছে। তবে বৃষ্টির কারনে কিছুটা বিলম্বিত হচ্ছে। এছাড়াও সিরাজগঞ্জে সওজের মহাসড়কই শুধু নয়, আঞ্চলিক সড়কেরও বেহাল অবস্থা। ঢাকা-মহাসড়ক সড়ক, হাটিকুমরুল বনপাড়া-মহাসড়ক ও বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়ক, নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক ও সিরাজগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো খানাখন্দে ভরা এবড়ো-থেবড়ো সড়কে পরিণত হয়েছে। যে কারনেই প্রতিনিয়তই বাড়ছে যাত্রী ভোগান্তির। সরজমিনে এ মহাসড়ক ঘুরে দেখা যায়, সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড়, উল্লাপাড়া, চান্দাইকোনা-ঘুড়কা ও হাটিকুমরুল-বনপাড়া সড়কের মহিষলুটি-খালকুলা মহাসড়কের বিটুমিন ও পাথরের মিশ্রণ উঠে গেছে। হাটিকুমরুল মোড়ে কয়েক মাস আগে প্রায় কোটি টাকা ব্যয়ে সংস্কার করার এক সপ্তাহ পর নতুন করে খানাখন্দ দেখা দেয়। এসব মহাসড়ক দিয়ে ঢাকা, রাজশাহী,রংপুর,ময়মনসিংহ ও খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলায় প্রতিদিন প্রায় ১৪-১৫ হাজার যানবাহন চলাচল করে। এমন অবস্থা জেলার আঞ্চলিক সড়ক গুলোরো। শুক্রবার সকালে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে পাবনা থেকে মালবোঝাই ট্রাক রাস্তায় বিকল হয়ে পড়লে অল্প সময়ের মধ্যে যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাক ড্রাইভার বেলাল হোসেন জানান, আগে যেখানে মহাসড়কের এই অংশ এক থেকে দেড় ঘন্টার মধ্যে অতিক্রম করা যেত, এখন তা চার থেকে পাচ ঘন্টা সময় লাগে। আর রাস্তা খারাপ হৗয়ার কারণে ট্রাকের স্লিপার ভেঙ্গে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়। ঢাকা থেকে রাজশাহী গামী শাহ-ফতেহ আলীর চালক জানায় ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু আসতে যে সময় লাগে, তারচেয়ে বেশি সময় লাগছে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর আসতে। যাত্রীরা জানান, রাস্তা খারাপের কারণে ঘন্টার পর ঘন্টা জ্যামে অটকে থাকতে হয়। বাচ্চা ছেলে মেয়ে ও বৃদ্ধদের সমস্যা বেশি হয়। এদিকে আসন্ন কোরবানি ঈদেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ-নলকা-হাটিকুমরুল মহাসড়কে যানজটে ভোগান্তির আশঙ্কা করছেন ঢাকা-উত্তরাঞ্চলগামী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। গত ঈদুল ফিতরেও এখানে ভোগান্তি ছিল। বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ১৯ কি. মি. মহাসড়কে ধীরগতি, যানজট ও চালক-যাত্রীর বিড়ম্বনা পিছু যেন ছাড়ছেই না। স্থানীয়দের অভিযোগ গত রোজার ঈদের আগে প্রায় ২ কোটি টাকা খরচ করে সড়কটির হাটিকুমরুল মোড়ে সংস্কার কাজ করা হলেও এক সপ্তাহের মাথায় আবারও চলাচল অনুপযোগী হয়ে যায়। ঈদ এলেই প্রতিবছর এ ধরণের সংস্কার কাজ করা হয়। সিরাজগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, মহাসড়কের এ অংশে তিনটি ব্রিজের কাজ করা হচ্ছে। আর মহাসড়কের খানাখন্দ ঠিক করার কাজও করা হচ্ছে। তবে বৃষ্টির কারণে কাজের কিছুটা সমস্যা হচ্ছে। এছাড়াও হাটিকুমরুল মোড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪টি সেকশনে 'ক্লোভার-লিফ' নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নলকা থেকে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ি পর্যন্ত চারলেন রাস্ত নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!