বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ চলতি বাজেটে যান্ত্রিক ও অটো তাঁতের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় পাবনা-সিরাজগঞ্জের তাঁত শিল্প ধ্বংসের মুখে পড়েছে। অতিরিক্ত অর্থের যোগান দিতে না পারায় তাঁত মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। উচ্চমাত্রার এই ভ্যাট প্রত্যাহারের দাবীতে আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া সাউদিয়া টেক্সটাইল মিলে তাঁতীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে তারা চলতি অর্থ বছরে তাঁতশিল্পের ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। সিরাজগঞ্জ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ এসোসিয়েশন আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্পেশালাইজড্ টেক্সটাইল মিল এন্ড পাওয়ারলুম এ্যাসেসিয়েশনের পরিচালক ও সিরাজগঞ্জ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হায়দার আলী, হাজী আব্দুর রউফ বুলবুল, হাজী আব্দুর রাজ্জাক রাজা, হাজী মোঃ নজরুল ইসলাম, হাজী আফতাফ উদ্দীন,হাজী আজাহার আলী,মোঃ আবু তালহা,হাজী নুরুল ইসলাম, হাজী ইউনুস আলী, মোঃ রহমত উল্লাহ প্রমূখ । অবিলম্বে তারা জাতীয় সংসদে পাওয়ারলুমের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট আগামী ৩০ জুনের মধ্যে প্রত্যাহার করার দাবী জানান। তাদের এ দাবী অবিলম্বে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচী শুরু করবে বলে ঘোষনা দিয়েছে। সিরাজগঞ্জ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হায়দার আলী জানান, দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু পাবনা ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর সহ ১৭টি উপজেলার উৎপাদিত তাঁতবস্ত্র দেশের তাঁতবস্ত্রের সিংহভাগ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে। তাঁতশিল্প সমমৃদ্ধ এ জনপদের ৭০ শতাংশ মানুষ তাঁতশিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নীর্ভরশীল। বর্তমানে সুতার মূল্য বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব,মূলধনের স্বল্পতাসহ বহুমুখী সমস্যায় তারা এমনিতেই বিপর্যস্থ। এর পরে চলতি অর্থবছরে পাওয়ারলুমের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরপ করায় এ অঞ্চলের তাঁতশিল্প নতুন করে হুমকির মুখে পড়েছে। তিনি আরো বলেন, তাঁতশিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে আলোচনা না করেই জাতীয় সংসদে এ ধরনের বিল উত্থাপন করা হয়েছে। ফলে এ অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক তাঁতীরা মহা বিপাকে পড়েছে। তারা বলেন,১ শতাংশ ভ্যাটও যদি তাঁতশিল্পের ওপর আরোপ হয়, তাহলেও এ শিল্পটি ধ্বংসের মুখে পড়বে। এই ভ্যাট আরোপ করা হলে তাঁতসমৃদ্ধ এ অঞ্চলের সকল ক্ষুদ্র তাঁত কারখানা বন্ধ হয়ে যাবে। ফলে লক্ষ লক্ষ তাঁতী ও শ্রমিক বেকার হয়ে পড়বে। সৃষ্টি হবে শ্রমিক অসন্তোষ। বিদেশী কাপড়ে বাজার সয়লাব হয়ে যাবে।এর প্রভাবে দেশীয় তাঁতশিল্প ধ্বংস হয়ে যাবে। এজন্য পাওয়ারলুমের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে তাঁতী রক্ষার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...

শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এমপি স্বপনের মতবিনিময়

জাতীয়

শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এমপি স্বপনের মতবিনিময়

শামছুর রহমান শিশির : চিয়ায়ত ‘মাছে ভাতে বাঙালি’ ও আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘পান্তা-ইলিশ’ খাওয়াসহ উৎসবমূখর প...

শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন বিভাগীয় কমিশনার

শাহজাদপুর

শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সুস্থ সংস্কৃতি চর্চা ও ম...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...