বুধবার, ০৯ জুলাই ২০২৫

দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২’শতাধিক গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। ফলে গো-খামারিরা বিচলিত ও দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে। গত ১ সপ্তাহে এ রোগে কমপক্ষে ২’শতাধিক গরু আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। 

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ২ লাখ ৮০ হাজার গরু লালন পালন করা হচ্ছে। এখানে গো-খামার রয়েছে প্রায় ৭ হাজার। এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে প্রান্তিক গো-খামারিরা প্রায় ৪৫ হাজার ষাড় গরু লালন পালন ও মোটাতাজাকরণ করেছে। এ বছরও মোটাতাজাকরণকৃত এসব ষাড় গরু এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন পশুর হাটে বিক্রি করা হবে। কিন্তু হঠাৎ কোরবানির আগে এ রোগ দেখা দেয়ায় খামারিরা তাদের গবাদিপশু নিয়ে মহাবিপাকে পড়েছে।

উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়নের ছোট চামতারা গ্রামের ইয়ামিন মোল্লা জানান, ‘কোরবানির ঈদকে উপলক্ষ করে এক বছর আগে ২ লাখ টাকা দিয়ে ২টি ষাড় গরু কিনে লালন পালন করছি। এদের পেছনে ১ লাখ টাকা প্রতিপালন ব্যায় হয়েছে। কোরবানির ঈদের হাটে তিনি এ দু‘টি গরু ৪ লাখ টাকায় বিক্রি করবো। গরু বিক্রির লাভের টাকা দিয়ে সারা বছরের সংসার খরচ বহন করবো বলে আশাবাদী। কিন্তু ১ সপ্তাহ আগে হঠাৎই গরু দু‘টি ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়ায় আগামী বছর পরিবারের জীবনজীবীকা ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছি। গ্রামের আরও ২ জনের গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।’

জানা গেছে, উপজেলার দুগ্ধসমৃদ্ধ জনপদ পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের গো-খামারি ফরহাদ হোসেনের ৫টি, গোলাম মোরশেদের ১টি ও মানিক ব্যাপারীর ১টি গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলার পোতাজিয়া গ্রামের পশু চিকিৎসক সাইদুল ইসলাম জানান,‘ গত ১ সপ্তাহে পোতাজিয়াসহ শাহজাদপুরে প্রায় ২’শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় অর্ধেক ভালো হয়েছে। বাঁকি অর্ধেকের চিকিৎসা চলছে। তবে আক্রান্ত কোন গরু মারা যাওয়ার খবর এখনও পাওয়া যায়নি।’

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হতে পারে। এ ক্ষতি কমিয়ে আনতে আমরা দ্রæত চিকিৎসাসেবা দিয়ে আক্রান্ত গরুগুলিকে সুস্থ্য করে তুলছি। গত ১ সপ্তাহে ২’শতাধিক গরু এ রোগে আক্রান্ত হলেও চিকিৎসায় অধিকাংশ গরু স্বুস্থ্য হয়েছে। এছাড়া এ রোগের সংক্রমন রোধে আমরা ইতোমধ্যেই সুস্থ্য গরুগুলিকে ভ্যাকসিন দিয়েছি। আশা করছি ঈদে এর তেমন কোন ক্ষতিকর পড়বে না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

শাহজাদপুরে আকাশ জুড়ে রঙ বেরঙের বাহারি ঘুড়ি মেলা

জীবনজাপন

শাহজাদপুরে আকাশ জুড়ে রঙ বেরঙের বাহারি ঘুড়ি মেলা

আকাশে রঙের ছটা, উড়ছে হাওয়ায় ঘুড়ি। বিভিন্ন রং ভেসে বেড়াচ্ছে আকাশে। কতই না রং খেলা করছে আক...

শাহজাদপুরে ৩য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা ; ‘ধর্ষণ করতে নয়, হত্যা করতে চেয়েছিলাম’-লম্পটের দম্ভোক্তি

অপরাধ

শাহজাদপুরে ৩য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা ; ‘ধর্ষণ করতে নয়, হত্যা করতে চেয়েছিলাম’-লম্পটের দম্ভোক্তি

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের প্রত্যন্ত পল্লী জিগারবাড়িয়া গ্রামে দিনে দুপুরে হৎ...

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকায় ভোট দিন- সাবেক এমপি চয়ন ইসলাম

রাজনীতি

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকায় ভোট দিন- সাবেক এমপি চয়ন ইসলাম

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : গতকাল রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...