মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২’শতাধিক গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। ফলে গো-খামারিরা বিচলিত ও দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে। গত ১ সপ্তাহে এ রোগে কমপক্ষে ২’শতাধিক গরু আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। 

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ২ লাখ ৮০ হাজার গরু লালন পালন করা হচ্ছে। এখানে গো-খামার রয়েছে প্রায় ৭ হাজার। এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে প্রান্তিক গো-খামারিরা প্রায় ৪৫ হাজার ষাড় গরু লালন পালন ও মোটাতাজাকরণ করেছে। এ বছরও মোটাতাজাকরণকৃত এসব ষাড় গরু এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন পশুর হাটে বিক্রি করা হবে। কিন্তু হঠাৎ কোরবানির আগে এ রোগ দেখা দেয়ায় খামারিরা তাদের গবাদিপশু নিয়ে মহাবিপাকে পড়েছে।

উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়নের ছোট চামতারা গ্রামের ইয়ামিন মোল্লা জানান, ‘কোরবানির ঈদকে উপলক্ষ করে এক বছর আগে ২ লাখ টাকা দিয়ে ২টি ষাড় গরু কিনে লালন পালন করছি। এদের পেছনে ১ লাখ টাকা প্রতিপালন ব্যায় হয়েছে। কোরবানির ঈদের হাটে তিনি এ দু‘টি গরু ৪ লাখ টাকায় বিক্রি করবো। গরু বিক্রির লাভের টাকা দিয়ে সারা বছরের সংসার খরচ বহন করবো বলে আশাবাদী। কিন্তু ১ সপ্তাহ আগে হঠাৎই গরু দু‘টি ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়ায় আগামী বছর পরিবারের জীবনজীবীকা ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছি। গ্রামের আরও ২ জনের গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।’

জানা গেছে, উপজেলার দুগ্ধসমৃদ্ধ জনপদ পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের গো-খামারি ফরহাদ হোসেনের ৫টি, গোলাম মোরশেদের ১টি ও মানিক ব্যাপারীর ১টি গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলার পোতাজিয়া গ্রামের পশু চিকিৎসক সাইদুল ইসলাম জানান,‘ গত ১ সপ্তাহে পোতাজিয়াসহ শাহজাদপুরে প্রায় ২’শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় অর্ধেক ভালো হয়েছে। বাঁকি অর্ধেকের চিকিৎসা চলছে। তবে আক্রান্ত কোন গরু মারা যাওয়ার খবর এখনও পাওয়া যায়নি।’

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হতে পারে। এ ক্ষতি কমিয়ে আনতে আমরা দ্রæত চিকিৎসাসেবা দিয়ে আক্রান্ত গরুগুলিকে সুস্থ্য করে তুলছি। গত ১ সপ্তাহে ২’শতাধিক গরু এ রোগে আক্রান্ত হলেও চিকিৎসায় অধিকাংশ গরু স্বুস্থ্য হয়েছে। এছাড়া এ রোগের সংক্রমন রোধে আমরা ইতোমধ্যেই সুস্থ্য গরুগুলিকে ভ্যাকসিন দিয়েছি। আশা করছি ঈদে এর তেমন কোন ক্ষতিকর পড়বে না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৪ বছরের শিশুর পরিচয় মিলছে না!

জানা-অজানা

শাহজাদপুরে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৪ বছরের শিশুর পরিচয় মিলছে না!

শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে ৪ বছর বয়সী এক...

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নিহত ১; পুলিশসহ আহত ২০

অপরাধ

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নিহত ১; পুলিশসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক : মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পারক...

শাহজাদপুরে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শাহজাদপুর

শাহজাদপুরে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: খাদ্য অথবা বাস চালুর দাবীতে বুধবার দুপুরে ১ ঘন্টা ব্যাপী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যা...

শাহজাদপুরে বন্যার পানিতে ভেঙ্গে গেছে নির্মাণাধীন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাতায়াত সড়ক

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে বন্যার পানিতে ভেঙ্গে গেছে নির্মাণাধীন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাতায়াত সড়ক

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। ফলে রবীন্দ্র বিশ্বব...

পোরজনা আশ্রমের দুইজন সেবাইতকে স্থায়ী প্রবেশাধিকার নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা

শাহজাদপুর

পোরজনা আশ্রমের দুইজন সেবাইতকে স্থায়ী প্রবেশাধিকার নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা

পোরজনা আশ্রমের দুইজন সেবাইতকে স্থায়ী প্রবেশাধিকার নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন ৬জন পরিচালক হিসাবে দাবিকৃতরা এতে আ...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...