বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : আজ শুক্রবার সকাল ৮ টায় সকল রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানের পর থেকে গত ২২ দিনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিল্প-উপমন্ত্রী জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ডেইরি কাউন্সিলের মেম্বর, বাংলাদেশ শান্তি পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা , রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সেক্রেটারি, বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতির নির্বাহী সদস্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ডেইরি কাউন্সিলের মেম্বার ও মিল্কভিটা’র সাবেক পরিচালক, শাহজাদপুরের গর্বিত সন্তান, তরুণ জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন। ড. সাজ্জাদ হায়দার লিটন এ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন নেতার মধ্যে একজন। গত ২২ দিনে ড. লিটন নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দিনে রাতে সমান তালে শাহজাদপুর পৌর এলাকাসহ উপজেলার কায়েমপুর ইউনিয়ন, খুকনী ইউনিয়ন, গালা ইউনিয়ন, রূপবাটি ইউনিয়ন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন, গাড়াদহ ইউনিয়ন, নরিনা ইউনিয়ন ও জন্মভূমি পোতাজিয়া ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা, পথসভাসহ নির্বাচনী প্রচার প্রচারণায় নিজেকে সম্পৃক্ত রেখে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তৃণমূল ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। ভোটারদের নিকট ভূয়সী প্রসংশীত হয়েছেন। এ আসনের আওয়ামী লীগের সমর্থকসহ নির্দলীয় বেশ কয়েকজন ভোটারদের সাথে নির্বাচনী প্রচার প্রচারণায় স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আলাপকালে তারা এ প্রতিবেদককে জানিয়েছেন, ‘ড. সাজ্জাদ হায়দার লিটন নিজেও এবারের নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তিনি সাম্ভাব্য নৌকার প্রার্থী হিসেবে শাহজাদপুরের বিভিন্ন স্থানে ইতিপূর্বেও সভা সমাবেশ করেছেন, সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করেছেন, নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন এবং নৌকার সাম্ভাব্য প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। নিজে একজন সাম্ভাব্য এমপি ক্যানডিডেট হওয়া সত্বেও এবং দলীয় মনোনয়ন না পেয়েও সুশিক্ষিত ও ক্লীন ইমেজের অধিকারী এই নেতা শাহজাদপুর আসনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির পক্ষে স্বতস্ফূর্তভাবে নৌকায় ভোট চেয়েছেন ও সরকারের উন্নয়নের ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সব প্রার্থীই তো আর নৌকা প্রতীকে মনোনায়ন পান না, পান একজন প্রার্থী। কিন্তু তার পরেও নৌকার বিজয়ের প্রশ্নে, শাহজাদপুরের উন্নয়নের প্রশ্নে, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে, জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় বসানোর প্রশ্নে ব্যক্তিস্বার্থ ভূলে নৌকার প্রার্থী জননেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি, সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম ও মিল্কভিটার ভাই চেয়রম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু) জেলা ও উপজেলা আ.লীগ নেতা জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকায় ভোট চাওয়ার নির্বাচনী কর্মকান্ডে অক্লান্ত যে পরিশ্রম করেছেন- তা সত্যই প্রশংসনীয়।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

অর্থ-বাণিজ্য

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

উল্লাাপাড়ায় বখাটের ৩ মাসের কারাদণ্ড

অপরাধ

উল্লাাপাড়ায় বখাটের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রতন আলী (২৬) নামে এক বখাটেকে আটকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদা...