বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সোমবার আনুমানিক রাত্রি ৮.৩০ ঘটিকায় বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয়হীন এক পাগলের মৃত্যু হয়েছে।ঐ পাগল ২০-২৫ দিন পুর্বে বেলকুচিতে আসে ও অনেক দোকান পাটে ক্ষতিগ্রস্থতা এবং যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে জঙ্গল থাকলে তা পরিস্কার করত। উক্ত পাগলকে কেউ যদি কোন খাদ্য বা টাকা দিত তাহলে খাদ্য গুলো ছিড়ে টুকুরো টুকুরো করে মাটিতে ফেলে দিত এবং টাকা ছিড়ে ফেলত। পাগলের অত্যাচারে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠলেও মানুষ তাকে কোন কিছু বলে নাই। সিরাজগঞ্জের বেলকুচিতে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে বৃষ্টির সময় বারান্দায় অবস্থান কালে হাসপাতালের কিছু লোক তাকে নাম ও ঠিকানা জানার জন্য জিজ্ঞাসা করলে, তিনি শুধু বলেন বাড়ী উল্লাপাড়া উপজেলা পাগলা বোয়ালিয়া এবং তার এক কোন আত্মীয়র নাম আমজাদ। হাসপাতালে অবস্থান কয়েকজন লোকের কাছে জানা যায়, তিনি এক কথা বলার সঙ্গে সঙ্গে তার জন্য হাসপাতালে অবস্থানরত একজন খাদ্য আনতে যায়। খাদ পৌছাতে পৌছাতেই উক্ত পাগলটি মৃত্যু বরণ করেন (ইন্নানিল্লাহ.....................রাজিউন)। পাগলটির বয়স ছিল আনুমানিক ৬০ বৎসর। মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীত কর্মচারী এবং মেডিক্যাল অফিসার জাকির হোসেন পৌরসভার মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান (লাল), ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতাব আলী প্রামানিক ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান কে অবগত করে। তারা বলেন, রাত্রির ভিতর যদি কোন ওয়ারিশ পাওয়া যায় তাহলে তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে, তা না হলে গত মঙ্গলবার সকার ৭ ঘটিকার সময় তার দাফন কাফনের ব্যবস্থা করে করব দেওয়া হবে। রাত্রি আনুমানিক ১১টার দিকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আনিছুর রহমানের নিকট ফোন দিলে, তিনি বলেন ওয়ারিশ না পেলে সকালে তাকে কবর দেওয়া হবে। গত মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় জানাযা করে মুকুন্দগাঁতী কবর স্থানে তাকে কবর দেওয়া হয়। জানাযা পড়ান, মুকুন্দগাঁতী বাজার মসজিদের ইমাম হাফেজ হামজালা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
জাতীয়
নীলকরদের কুঠিবাড়ী থেকে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি//বর্তমানের রবীন্দ্র মিউজিয়াম - ১
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য শাহজাদপুর প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...
রাজনীতি
শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
শাহজাদপুরে বিএনপি’র বিক্ষোভ
