শুক্রবার, ০২ মে ২০২৫
দেশের গবাদী পশুর রাজধানী খ্যাত শাহজাদপুরের বিস্তৃর্ণ গোচারণ ভূমি ও বাথান এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। পাশাপাশি করোনার প্রভাবে দেশে দুধের চাহিদাও বেশ কমেছে। ফলে উপজেলার হাজার হাজার গো-খামার মালিকরা তাদের গবাদি পশু লালনে পড়েছেন চরম বিপাকে । এলাকার খামারিরা জানিয়েছেন, বন্যার কারণে খামারিরা লাখ লাখ গবাদী পশুকে বাথান থেকে বাড়িতে, উচু স্থানে আবার বাঁধে সরিয়ে নিয়েছেন। উপজেলার বিস্তৃর্ণ গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় কাঁচা ঘাস ও গো-খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছে। পোতাজিয়া ইউনিয়নের রাউতবাড়ি, বড়ভিটা, ছোট ভিটা, বুড়ির ভিটা, কুটির ভিটার বাথান এলাকার অসংখ্য বাথানে বাণিজ্যিক ভিত্তিতে লাখ লাখ উন্নতজাতের গরু লালন পালন করা হয়। এসব এলাকা পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে বেশি দরের দানাদার গো-খাদ্য কিনে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন খামারিরা। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এলাকায় আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে এবং প্রাকৃতিক ভাবে হৃষ্টপুষ্টকৃত প্রায় ৫০ হাজার গরু করোনার ক্রান্তিকালে লাভজনক দামে বিক্রি করা সম্ভব হবে কি না তা নিয়েও খামারিরা চরম হতাশায় ভুগছেন। স্থানীয় খামারিরা জানান, বন্যায় উপজেলার বিস্তৃর্ণ ঘাসের জমি ডুবে যাওয়ায় কাঁচা ঘাসের অভাবে দুধের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দুধের চাহিদা ও দামও কমেছে । এছাড়া দানাদার খাবারের দামও বেশ বেড়েছে। ফলে দিন দিন তাদের লোকসানের হার বাড়ছে। এতে সার্বিকভাবে গবাদী পশু লালন পালনে তাদের ভাগ্যে বিরাজ করছে কালো মেঘের ঘনঘটা। বন্যায় ডুবে যাওয়া গোচারণ ভূমিতে দেড় শতাধিক বাথান ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকেই গাভী পালন করে আসছেন। এখান থেকে প্রতিদিন প্রায় দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়। সংগৃহিত দুধের সবটাই সরকারি বেসরকারি ডেইরি প্রজেক্টে বিক্রি না হওয়ায় বাধ্য হয়ে তুলনামূলক কম দামে অন্যত্র দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ধলাই সমবায় সমিতির সভাপতি ও মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির জানান, ‘করোনা ও বন্যার কারণে গো-খামারিরা লাখ লাখ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন । ঘাসের জমিগুলি পানিতে ডুবে যাওয়ায় সৃষ্ট কাঁচা ঘাসের সংকটে দুগ্ধ উৎপাদন বহুলাংশে কমে গেছে। এছাড়া বন্যার সুযোগে খৈল ভুষিসহ বিভিন্ন ধরনের দানাদার গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গবাদী পশু লালনে খামারিদের নানা দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে।’ এদিকে, করোনার প্রভাবে ও বন্যাজনিত কারণে ক্ষতিগ্রস্থ খামারিরা গবাদী পশু লালনে ও ঐতিহ্যবাহী দুগ্ধশিল্পকে রক্ষায় অবিলম্বে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ ও সহজশর্তে ঋণ পাবার দাবী জানিয়েছেন ।

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

দেশে দুধের চাহিদা পূরণ করছে মিল্কভিটা। বিশ্বের সর্বাধুনিক এনালাইজারে দুধ পরীক্ষা : ভেজালের কোন সুযোগ নেই - ভাইস চেয়ারম্যান, মিল্কভিটা

অর্থ-বাণিজ্য

দেশে দুধের চাহিদা পূরণ করছে মিল্কভিটা। বিশ্বের সর্বাধুনিক এনালাইজারে দুধ পরীক্ষা : ভেজালের কোন সুযোগ নেই - ভাইস চেয়ারম্যান, মিল্কভিটা

বিশেষ প্রতিবেদক : দেশের নিউজিল্যান্ডখ্যাত জনপদ ও দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ বাঘাবাড়ী মিল্কশেড এরিয়ায় প্রতিদি...

পৌর মেয়র মিরুর বাড়ির ডোবা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

অপরাধ

পৌর মেয়র মিরুর বাড়ির ডোবা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুর মণিরামপুর...