রবিবার, ১৯ মে ২০২৪
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, বেলকুচির দৌলতপুর থেকে ফিরে : ‘দেখতে ফুটফুটে, চোখ জুড়ানো ১৫ দিনের নিষ্পাপ, নিষ্কলঙ্ক ওই নবজাতক মায়ের কোলে অঘোরে নিশ্চিতে ঘুমাচ্ছে। আর মাদরাসায় ১০ম শ্রেণি পড়য়া হতদরিদ্র পরিবারের সদস্য, নবজাতকের মা (কোচিং শিক্ষক কর্তৃক ধর্ষিত) তার শিশুকে কোলে রেখে শিশুটির দিকে চাতক পাখির মতো অপলক তাকিকে দিনে রাতে অঝোরে কেঁদে চলেছেন এই ভেবে,‘কি হবে শিশুটির পিতৃ পরিচয়?’।  সিরাজগঞ্জ জেলার তাঁতসমৃদ্ধ বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ে ধর্ষিতা মাতা সুবিচারের দাবীতে সমাজপতিদের দরবারে বার বার ধর্ণা দিলেও কাজের কাজ কিছু হয়নি। এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা দায়ের হলেও পুলিশ এখনও ধর্ষক ওই শিক্ষককে গ্রেফতার করতে পারেনি। খবর পেয়ে পেয়ে পুলিশের উর্ধতন কর্মকতা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। গতকাল সন্ধ্যায় একান্ত সাক্ষাতকারে ধর্ষিতা (১৬) ও তার ভাই মোতালেব এ প্রতিবেদককে জানান, অভাব অনটনের সংসার তাদের। বাবা মারা গেছেন প্রায় অর্ধযুগ আগে। মা, ৩ ভাই, ২ বোনের সংসার তাদের। ছোট ভাই মনজু পার্শ্ববর্তী আকন্দপাড়া মহল্লাস্থ জনৈক রশিদের পাওয়ারলুম কারখানায় তাঁতশ্রমিকের কাজ করে যা আয় করে তা দিয়ে তাদের খেয়ে না খেয়ে কোনমতে মানবেতর দিনযাপন করতে হয়। তীব্র অভাব অনটনের মধ্যেও ভাইদের ইচ্ছা ছিলো তাদের বোনটি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। এজন্য ছোট বোনকে কোন কাজে না দিয়ে পাশ্ববর্তী কল্যাণপুরের একটি দাখিল মাদরাসায় ভর্তি করে দেয়া হয়। খেয়ে না খেয়ে দিন কাটানো ওই পরিবারের উপার্জনক্ষম ২ ভাই তাদের বোনের লেখাপড়া যেন ভালো হয়, সেজন্য স্থানীয় ইকরা কোচিং সেন্টার নামের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে দেন। ওই কোচিংয়েই শিক্ষকতা করতো লম্পট শিক্ষক রাজ্জাক। তাদের আদরের বোনটি দেখতে দেখতে সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে ১০ম শ্রেণিতে পড়ছিলো। চলতি বছরের জানুয়ারীর প্রথম সপ্তাহে লম্পট শিক্ষক রাজ্জাক ভিকটিমকে কোচিং ক্লাস শেষের পর ভালো ফলাফল যেন ভিকটিম করতে পারে, সেজন্য কিছু বই দাগিয়ে ( সাজেশান) দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। ওই সময় শিক্ষকের মা বাড়িতে থাকলেও লম্পট শিক্ষক তার মাকে কৌশলে অদূরে জনৈক নানার বাড়িতে পাঠিয়ে দিয়ে ভিকটিমকে বিয়ে করার প্রলোভন দিয়ে দুপুর প্রায় ২ টার দিকে শিক্ষকের শয়ন কক্ষে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। কিছুদিন পরই ভিকটিম অতœস্বতা হয়ে পড়ে। বিষটি জানাজানি হলে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লম্পট শিক্ষকের পরিবারকে ঘটনাটি অবহিত করা হলেও শিক্ষকের পরিবারের পক্ষ থেকে ‘ঘটনার জন্য অন্য কেউ দায়ী’ এমন দোষারোপ করে ভিকটিমের পরিবারকে বিতাড়িত করা হয়। কূলকিনারা না পেয়ে ভিকটিম কোচিং শিক্ষক আব্বাসের ব্যবহৃত ০১৯২৯-৪৩০১০৮ নম্বর মোবাইল ফোনে অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবী পূরণের জন্য তাকে বিয়ে করার জন্য বার বার অনুরোধ করে। কিন্তু সেই অনুরোধ কেবল অনুরোধ আর আশ্বাসেই থেকে যায়। গত প্রায় ১৫ দিন পূর্বে ধর্ষিতা স্কুলছাত্রী বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম জানান,‘আসামী শিক্ষক রাজ্জাক গাঁ ঢাকা দেয়ায় ও মোবাইল ফোন ব্যবহার না করায় তার লোকেশান ট্রেস করা যাচ্ছে না। তাকে গ্রেফতারে সর্বোচ্চ পুলিশী চেষ্টা অব্যহত রয়েছে।’ অন্যদিকে, এলাকাবাসী অবিলম্বে লম্পট ওই ধর্ষক শিক্ষককে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে, যাতে ‘বেড়ায় ক্ষেত খায়’-এর মতো ভবিষ্যতে কোন শিক্ষক তার ছাত্রীদের সাথে এমন ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনা ঘটতে সাহস না পায়। অন্যদিকে, হৎদরিদ্র ধর্ষিতা ও তার পরিবার এ ঘটনার সুবিচারের দাবীতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ ও মানবাধিকারকর্মীদের আশু সুদৃষ্টি কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন

নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

শাহজাদপুর

শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ শাহজাদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

ধর্ম

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

সুতরাং শাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না, এ মাসে বিয়ে করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করারও কোনো ভিত্তি নেই। ত...