মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

পৃথিবীতে আল্লাহর অপরূপ সৃষ্টি গাছ। বিশ্বের শোভাবর্ধনে গাছের ভূমিকা অপরিসীম। মানুষের প্রাণ রক্ষায় গাছ বড় ভূমিকা পালন করে। মানব জীবনের জন্য গাছের নির্মল বাতাস খুব বেশি প্রয়োজন। সুতরাং গাছ ও মানুষ একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এই গাছ। শুধু তাই নয়, মানুষ প্রশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে গাছ তা গ্রহণ করে। এক বছরে একটি গাছ প্রায় ১৩ কেজি কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য।

গাছ আল্লাহর গুণগান করে। আল্লাহর ধ্যানে সর্বদা মত্ত থাকে এই গাছ। পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মেনে সিজদা করে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তুমি কি দেখ না যে, আল্লাহকে সিজদা করে যারা আছে আসমানে ও জমিনে, আর সূর্য, চাঁদ, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে। সুরা-আল হাজ, ১৮

ইসলামের দৃষ্টিতে গাছ লাগানো ইবাদত। হযরত মোহাম্মদ (সা.) বৃক্ষরোপণ করতে বারবার তাগিদ দিয়েছেন। শুধু বৃক্ষরোপণ নয়, রাসুল (সা.) রোপিত গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেছেন।

মহানবি (সা.) বৃক্ষরোপণ ও কৃষিকাজে উৎসাহিত করেছেন। বিভিন্ন হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। হজরত আনাস (রা‍.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যদি কোনো মুসলিম বৃক্ষরোপণ করে অথবা ক্ষেতে ফসল ফলায়, সেখান থেকে মানুষ কিংবা চতুষ্পদ প্রাণী কিছু অংশ খায়, তাহলে তার জন্য তা সদকা হিসেবে গণ্য হবে। সহি আল বোখারি: ২৩২০ ও মুসলিম: ৪০৫৫

অপর এক হাদিসে মহানবি (সা.) বলেছেন, যদি কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে, তা ফলদার হওয়া পর্যন্ত পরিচর্যা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফল যা নষ্ট হয়, তার বিনিময়ে আল্লাহ তাকে সদকার নেকি দেবেন।-মুসনাদে আহমদ: ১৬৭০২

বৃক্ষরোপণকে যেমন ইসলাম উৎসাহ দিয়েছে তেমনি অপ্রয়োজনে বৃক্ষ নিধনকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। মহানবি (সা.) বলেছেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।–সুনানে আবু দাউদ: ৫২৪১

তবে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়, ঘর-বাড়ির ক্ষতি করে এবং মানুষের প্রয়োজনে গাছ কাটতে কোনো নিষেধ নেই। এ প্রসঙ্গে রাসুল (সা.) একটি হাদিস উল্লেখযোগ্য। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আমি এক ব্যক্তিকে ওই গাছের ছায়ায় চলাচল করতে দেখেছি যা সে রাস্তার মোড় থেকে কেটেছিল, গাছটি মানুষকে কষ্ট দিত। - সহিহ মুসলিম: ৫৮৩৭

সমকালীন সময়ে বিশ্বের পরিবেশবিদরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রচুর পরিমাণ গাছ থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিয়ে প্রশান্তি লাভ করা যায়। মানুষ সহজে রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় না। জমির উর্বর শক্তি ও ফলন বাড়াতে গাছের ভূমিকা অনেক।

পৃথিবীতে শিশুর পুষ্টির জন্য মায়ের দুধ যেমন অপরিহার্য, তেমনি পরিবেশ রক্ষায় বৃক্ষ অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিশ্বকে সুন্দরভাবে গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

আইন-আদালত

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর...

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

শাহজাদপুর

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...