সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আমিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জালালপুর ইউনিয়নের চেংটারচর গ্রামের হত-দরিদ্র আরদশ আলী এ অভিযোগ করেন। তিনি তার অভিযোগে জানান,তার সাড়ে ১১ শতাংশ জমির খাজনার দাখিলার জন্য নায়েব ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। কিন্তু হত-দরিদ্র আরদশ আলীর পক্ষে এতো টাকা দেয়া সম্ভব নয় বলে জানালে নায়েব এ কাজ করে দিতে অপারগোতা প্রকাশ করেন। আরদশ আলী বাধ্য হয়ে ১৩ মার্চ দুপুরে ধার-দেনা করে ৩ হাজার ১‘শ টাকা দিয়ে সায়েব খাজনার চেক স্বাক্ষর করে দেন। অথচ খাজনা দাখিলার ০৯২১৫৩২ নং রশিদে ৩৬৭ টাকা এবং ০৯২১৫৩৩ নং রশিদে ৪৮৭ টাকা জমার চেক দেয়া হয়। এ ব্যাপারে পত্র-পত্রিকায় নিউজ হচ্ছে জেনে নায়েব আমিরুল ইসলাম ঘুষের ওই টাকা ফেরত দিতে চাইলে আরদশ আলী এ টাকা ফেরত না নিয়ে তার শাস্তি দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগে জানান, শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আমিরুল ইসলাম খাজনার দাখিলার জন্য (ভূমি উন্নয়ন করের রশিদ) সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রশিদ দিচ্ছে সরকারি হিসাবেই। অভিযোগকারীরা জানান, নায়েব আমিরুল ইসলাম যোগদানের পর থেকেই জালালপুর ইউনিয়ন ভূমি অফিসে মোটা অংকের ঘুষ ছাড়া খাজনা, খারিজ,পরচা, নামজারি, ডিসিআর, দাখিলা সহ ভূমি সংক্রান্ত কোন কাজ ঘুষ না দিলে হয় না। এছাড়া তার বিরুদ্ধে জমির নামজারি (নাম খারিজ) করতে মাসের পর মাস ঘুরতে হয়। এ বিষয়ে জানতে চাইলে নায়েব আমিরুল ইসলাম ঘুষের টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার বলেন, জালালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমিরুলের বিরুদ্ধে ঘুষ গ্রাহণের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী আলামিনের

পড়াশোনা

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী আলামিনের

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের নির্মাণ শ্রমিক আলামিন হোসেন জিপিএ ৫ পেয়েছে। সে ওই গ্রামে...

শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

অপরাধ

শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে প্যানেল মেয়রের স্ত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

স্থানীয় সংবাদদাতাঃ আজ সোমবার সন্ধায় শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শ...

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি, ১৪ জনের মৃতদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি, ১৪ জনের মৃতদেহ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ রিপোর্...