সিরাজগঞ্জে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ

সিরাজগঞ্জে প্রচন্ড গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শহরাঞ্চলে এই পরিস্থিতি এখন অসহ্য হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, ঈদের আগের দিন বিকেল থেকে উত্তরাঞ্চলের সিরাজগঞ্জের ৯ টি উপজেলার সর্বত্র প্রচন্ড গরম পড়ে। ঈদের দিন দুপুর থেকে এই প্রচন্ড ভ্যাপসা গরড়ের প্রভাব বিস্তারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে শিশুসহ বৃদ্ধ লোকজন ও হাঁপানী, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এই গরমে অসহ্য পড়েছে। এমনকি গত রবিবার রাতে ও সোমবার দিনভর এই গরমের প্রভাব আরো বেশি থাকায় বিশেষ করে শিশুদের কান্নার রোল শোনা গেছে শহরাঞ্চলে।

প্রচন্ড গরম অব্যাহত থাকলেও গত রবিবার ও গতকাল সোমবার শহরাঞ্চলে বিদ্যুতের আসা যাওয়ায় এই পরিস্থিতির মারাত্মক আকার ধারণ করেছে।

অনেকে বলছেন, কোরবানীর মাংস খাওয়ায় অনেকের এই গরম এখন অসহ্য। এতে পেশারের রোগীসহ অনেকেই এই মাংস এখন খাচ্ছেনা। এদিকে গরমের প্রভাবের সাথে সাথে যমুনা নদীর পানি আবারো বাড়ছে।

এ কারণে সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারো অবনতি ঘটছে।

একদিকে প্রচন্ড গরম অন্যদিকে যমুনার পানি আবারো বাড়ায় ভয়াবহ বন্যার আশংকা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পানি উন্নয়ন ব