সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ নভেম্বর (শনিবার) সকালে শাহজাদপুর উব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আকন্দ।
আলোচনা করেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন প্রমুখ।
আলোচেরা বলেন, 'আমাতের জীবনের সব ক্ষেত্রে মোহাম্মদ (সাঃ) এর আদর্শকে গ্রহণ করতে হবে। তাঁকে (সাঃ) আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফলে জ্ঞান অর্জনে রাসুল (সাঃ) কে অনুসরণ হবে। যারা মানবতার দোহায় দিচ্ছেন, তারাই আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছেন। যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চান, তাদের একমাত্র মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নেতা মেনে তাঁর আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।'