সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই শিশু কন্যা বুধবার (৫আগস্ট) দুপুরে নৌকা ডুবে মারা গেছে । এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। নিহতরা হল, জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা(৩)।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এদিন দুপুরে জগন্নাথপুর গ্রামের ২৫/৩০ জন নারী,পুরুষ ও শিশু ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় করে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজ বাড়ি যাচ্ছিল।
নৌকাটি উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কুমার ব্রীজের কাছে পৌছালে ঝড়ো ও দমকা বাতাসে উল্টে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করে।
অপরদিকে নিহত ওই দুই শিশু নৌকার ডওড়ার মধ্যে পড়ে মারা যায়। পরে নৌকাটি উদ্ধার করার পর শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের পরিবারের এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই শিশু কন্যা বুধবার (৫আগস্ট) দুপুরে নৌকা ডুবে মারা গেছে । এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। নিহতরা হল, জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা(৩)।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এদিন দুপুরে জগন্নাথপুর গ্রামের ২৫/৩০ জন নারী,পুরুষ ও শিশু ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় করে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজ বাড়ি যাচ্ছিল।
নৌকাটি উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কুমার ব্রীজের কাছে পৌছালে ঝড়ো ও দমকা বাতাসে উল্টে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করে।
অপরদিকে নিহত ওই দুই শিশু নৌকার ডওড়ার মধ্যে পড়ে মারা যায়। পরে নৌকাটি উদ্ধার করার পর শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের পরিবারের এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।