সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর ও হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার ‍পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলিয়ারা খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে গোল চত্বর এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবক গাড়িচাপায় গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মিলিয়ারা খাতুন আরও বলেন, ‘সিরাজগঞ্জে তবাড়িপাড়া এলাকায় ভোররাতেই ঢাকা-বগুড়া মহাসড়কে গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ হাসান বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।’

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫) রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং অপরজন সলঙ্গা থানার চড়িয়া রয়হাটি গ্রামের ইমাম পাষান আলী (৫০)। তিনি কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ইসমাইল হোসেন নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ছাড়া সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাকচাপায় মসজিদের ইমাম পাষান আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।