অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শীতকালীন অ্যাশেজও (২০২১/২২ মৌসুম) খেলার ইচ্ছে পোষণ করেছেন তিনি।

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, টেস্ট থেকে অ্যান্ডারসনের অবসর নিয়ে। তবে সেই গুজব উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, ‘না, একেবারেই না। আমি এখনও খেলার জন্য ক্ষুধার্ত। একটি ম্যাচের পরেই আমার হতাশা বেড়েছিল, তারপরই এসব নিয়ে গুঞ্জন ওঠেছিল। আমি মনে করি না এসব সুন্দর। ’

এই গ্রীষ্মে শেষ তিন ম্যাচে অ্যান্ডারসনের বোলিং গড় ৪১.১৬। অবশ্য পরিসংখ্যান যা দেখাচ্ছে তার চেয়েও ভাল বল করেছেন ৩৮ বছর বয়সী পেসার।

তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শীতকালীন অ্যাশেজও (২০২১/২২ মৌসুম) খেলার ইচ্ছে পোষণ করেছেন তিনি। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, টেস্ট থেকে অ্যান্ডারসনের অবসর নিয়ে। তবে সেই গুজব উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, ‘না, একেবারেই না। আমি এখনও খেলার জন্য ক্ষুধার্ত। একটি ম্যাচের পরেই আমার হতাশা বেড়েছিল, তারপরই এসব নিয়ে গুঞ্জন ওঠেছিল। আমি মনে করি না এসব সুন্দর। ’ এই গ্রীষ্মে শেষ তিন ম্যাচে অ্যান্ডারসনের বোলিং গড় ৪১.১৬। অবশ্য পরিসংখ্যান যা দেখাচ্ছে তার চেয়েও ভাল বল করেছেন ৩৮ বছর বয়সী পেসার। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম