শাহজাদপুরে ১৬ বছর আগের হামলা ও মারপিটের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডের প্রশাসন ও মানবস¤পদ কর্মকর্তা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার রতন শেখ।
আজ বুধবার বেলা ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রতন শেখ জানান, ‘গত ২০০৯ সালের ৩ এপ্রিল শুক্রবার রাত ৯টায় পৌর এলাকার প্রগতি ক্লাব সংলগ্ন এলাকায় তৎকালীন পৌর বিএনপির সহ-সভাপতি ও শাহজাদপুর মটর মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলীর ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার দীর্ঘ ১৬ বছর পর গত ২০২৪ সনের ২ সেপ্টেম্বর আইয়ুব আলী বাদী হয়ে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে একটি পিটিশন মামলা দায়ের করেন (কোর্ট পিটিশন নং-২০৩/২৪ (শাহ) । উক্ত মামলায় আমাকে ১৩ নং আসামী করা হয়।’
সংবাদ সম্মেলনে রতন শেখ গভীর দুঃখ ও পরিতাপের সাথে আরও জানান, ‘তিনি ঢাকার জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়ণ করায় ঘটনার দিন, তারিখ ও সময়ে তিনি ঢাকায় অবস্থায় করছিলেন। অথচ ঘটনাস্থলে অনুপস্থিত থাকলেও তাকে ওই মামলায় আসামী করা হয়েছে। উপরোন্ত, মামলার বাদী আইয়ুব আলী ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড অর্থোপেডিক হসপিটালে চিকিৎসাধীন থাকাবস্থায় বন্ধু সাব্বির ট্রাভেলসের মালিক মরহুম আব্দুল জলিল মোল্লা ও রূমমেট যশোরের মোমিননগর নওদাগ্রামের হবিবুর রহমান হবির বড় ছেলে রাসেলকে সাথে নিয়ে তিনি আহত আইয়ুব আলীকে দেখতে যান ও তার শারীরীক খোঁজখবর নেন। অথচ, ঘটনার ১৬ বছর পর তাকে আসামী করায় তিনি হতবাক হয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ প্রত্যাহার করে মামলা থেকে অব্যাহতির দাবী জানান।’ সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত মামলার আমলী আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআই সিরাজগঞ্জকে নির্দেশ দিলে পিবিআই সিরাজগঞ্জ’র পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম চলতি বছরের ৮ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।