বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে। সেই সাথে আমীরে জামায়াত মাওঃ নিজামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা কান্ডের সাথে জড়িতদের চিহৃিত করে বিচার করতে হবে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।রফিকুল ইসলাম খাঁন, মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে শাহজাদপুরের পোরজনা জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্কে উপজেলা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহজাদপুর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম, উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি মির্জা হুমায়ুন, আব্দুস সবুর, আক্তার হেসেন, শাহজালাল, আল আমিন হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের প্রায় ৫শতাধিক নেতা-কর্মী ছাড়াও জামায়াত ও যুব জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।