শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও বস্তু বিতরণ করা হয়। 

২২মার্চ শনিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের দূগালী হাইস্কুল মাঠে গালা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে পাঁচশ' দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। 


নগদ অর্থ ও বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি  মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, প্রফেসর ড. এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব  আল মামুন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক  মোঃ আল আমিন হোসেন প্রমুখ।

.