শাহজাদপুরে পৌর সদরে ভ্যান চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবিবার(৪ডিসেম্বর) রানা শেখ নামের এক ভ্যান চালক লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নিহত রানা শেখ(২৫) পৌর সদরের প্রাণনাথপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবিবার(৪ডিসেম্বর) রানা শেখ নামের এক ভ্যান চালক লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

নিহত রানা শেখ(২৫) পৌর সদরের প্রাণনাথপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রানা শেখ বেশ কিছুদিন অসুস্থ ও ভারসাম্যহীন ছিল। সকালেও সে সুস্থভাবে বাড়ির বাইরে ঘোরাফেরা করেছে। হঠাৎ সে প্যালেক্সর সুতার দড়ি দিয়ে ঝুলতে দেখে তাকে নামিয়ে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।