সিরাজগঞ্জের শাহজাদপুরে তারুণ্যের কন্ঠ তরুণদের অংশগ্রহণে বহিঃ ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে শনিবার সকালে বাংলাদেশ বেতারের আয়োজন বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাদিয়া আফরিনের সভাপতিত্বে ও সজীব দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। এছাড়াও অন্যান্য কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠান টি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।