সিরাজগঞ্জ শাহজাদপুরে ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
আটককৃত মোঃ বিপুল হোসেন (৩৫) শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর(লম্বাপাড়া) মহল্লার মোঃ বেল্লাল হোসেনের ছেলে।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ নভেম্বর) শাহজাদপুর থানার ওসি(অপারেশন) আব্দুল মজিদ এর নেতৃত্বে এসআই কাঞ্চন কুমারসহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাদপুর পৌর সদরের শেরখালী ভাড়া বাসা থেকে লিস্টেট মাদক ব্যবসায়ী বিপুল হোসেনকে ১৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি(অপারেশন) আব্দুল মজিদ জানান, বুধবার(৯নভেম্বর) গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।