১৮ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ শাহজাদপুরে চেক-ডিজঅনার সহ বিভিন্ন ১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলাম (রফিক)কে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। রফিকুল ইসলাম (রফিক) পৌর সদরের দ্বারিয়াপুর লম্বাপাড়ার মোঃ জামাল উদ্দিরে ছেলে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে চেক-ডিজঅনার সহ বিভিন্ন ১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলাম (রফিক)কে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। রফিকুল ইসলাম (রফিক) পৌর সদরের দ্বারিয়াপুর লম্বাপাড়ার মোঃ জামাল উদ্দিরে ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রফিক দীর্ঘ কয়েক বছর পূর্বে পৌর সদরের গ্রামীণ উন্নয়ন ও সমবায় সমিতির নামে একটি এনজিও খোলেন যা কয়েকবছরের মাথায় বিভিন্ন কারনে তা বন্ধ হয়ে যায়। এরমধ্যে রফিক বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা নিয়ে দিয়ে না পারায় ভুক্তভোগীরা মামলা করলে সে গাঁ ঠাকা দেয়। এরই প্রেক্ষিতে আঠারোটি মামলায় ওয়ারেন্টভুক্ত বের হলে শাহজাদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় মঙ্গলবার দিবগত রাতে এসআই কাঞ্চন কুমার এর নেতৃত্বে এএসআই সুমন চন্দ্রসহ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল ঢাকার ডিএমপি পল্লবি থানা এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। 

আরও জানা যায়, পরবর্তীতে, বুধবার(২১ সেপ্টেম্বর)  রফিকুল ইসলাম (রফিক)কে আদালতে প্রেরণ করা হয়েছে।