শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের উপজেলার বাসস্ট্যান্ড এলাকার দ্বারিয়াপুর পুরাতন খাদ্য গুদামের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী গ্রামের মৃত জানে আলম এর ছেলে মোঃ সম্রাট (৬০) ও পৌর সদরের পাড়কোলা মহল্লার মৃত কার্তিক সুন্দর দেব এর ছেলে শ্রী মহাদেব (৪২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক(ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরে বাসস্ট্যান্ড এলাকায় পুরানত খাদ্য গুদামের পার্শ্বে রাস্তার উপর হেরোইন সেবনের সময় তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদেরকে ৩ মাসের কারাদণ্ড এবং ৭০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।