সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর সদরে ওএমএস(খোলা বাজার)’এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে ।বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল থেকে ৪ টি ডিলারের মাধ্যমে এ চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম জানান, একজন ক্রেতা প্রতি কেজি চাল ৩০ টাকা দরে দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন ও রুপপুর(থানার ঘাট সংলগ্ন) স্থানে সপ্তাহে ৫ দিন ৪টি ডিলারের মাধ্যম ২ মেঃ টন করে ৮ মেঃ টন চাল ১৬০০জন ক্রেতার মাঝে বিক্রি করা হবে।
এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, বাজারে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে সরকার আবারও এ কার্যক্রম চালু করেছে। আমরা ৯০দিনের বরাদ্দ পেয়েছি, আপাতত পৌর সদরে প্রতি ডিলারের মাধ্যমে দৈনিক ২ মেঃ টন করে মোট ৮ মেঃ টন চাল বিক্রি করা হবে।