শাহজাদপুরে ওএমএস এর চাল বিক্রয় শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ওএসএম ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে উপজেলা মসজিদ মার্কেট, মজনু ট্রেডার্সে খোলা বাজারে চাল বিক্রয় শুরু হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ওএসএম ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে উপজেলা মসজিদ মার্কেট, মজনু ট্রেডার্সে খোলা বাজারে চাল বিক্রয় শুরু হয়েছে।

বৃস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাল বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন প্রমূখ।   

   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন শাহজাদপুর উপজেলার ৪ জন ডিলার ৪ স্থান থেকে জনপ্রতি ৫ কেজি চাল ৩০ টাকা দরে সর্বোচ্চ  ২ টন চাল  ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন। এছাড়াও টিসিবির কার্ডধারীরাও তাদের কার্ড দিয়ে ৫ কেজি করে ৩০ টাকা দরে এ চাল কিনতে পারবেন।