শাহজাদপুরে আধুনিক ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ কোটি টাকা অর্থায়নে জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাতের অধীনে একটি আধুনিক ২ তলা ভিতবিশিষ্ট ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

এ উপলক্ষে গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমূখ।

এ সময় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।