হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ দলীয়, নির্দলীয়, বিভিন্ন স্বায়ত্বশাষিত ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর এলাকাবাসী।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি প্রয়াত রহমতুল্লাহ সরকারের ছেলে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক তুখোড় ছাত্রনেতা আরিফুল ইসলাম পলাশ (৪৬) শনিবার (২ জুলাই) ভোর সাড়ে ৬ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর উপজেলার সরিষাকোল মাদরাসা মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাযার নামাজ ও বাদ মাগরিব শাহজাদপুর সরকারি কালেজ মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে সরিষাকোল-মশিপুর কবরস্থানে দাফন করা হবে। 

এদিকে, সাবেক তুখোড় ছাত্রনেতা আরিফুল ইসলাম পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ দলীয়, নির্দলীয়, বিভিন্ন স্বায়ত্বশাষিত ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর এলাকাবাসী। 

উল্লেখ্য, গত ১ মাস আগে হার্ট এ্যাটাক করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি হন পলাশ। পরে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন আগে অপারেশনের মাধ্যমে তার হা্ের্ট রিং পড়ানো হয় ও এদিন ভোরে মারা যায়। তার এ অকাল মৃত্যুতে শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছে।