রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজাদপুরে মঙ্গলবার বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শাহজাদপুরে মঙ্গলবার বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাখাওয়াৎ আনসারী।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভাষার জ্ঞান ব্যক্তির বাক্যব্যবহারকে পরিশীলিত করে। তাই শিক্ষিত মানুষের ভাষাজ্ঞান রপ্ত করা আবশ্যক। উপাচার্য মহোদয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে উদ্ধৃতি পাঠ করে বলেন, শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় মাতৃভাষার বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সত্যটি অনুধাবন করেছেন যা বর্তমান সময়েও অনেক বেশি প্রাসঙ্গিক।