সোমবার (৯মে) বিকেল সাড়ে ৫ টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলাস্থ সমবায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে ট্রাক (ঢাকা মেট্রো- ট ২০-৬০০২) ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কোরবান ওরফে হেজাত আলী (৪০) নামের অটো ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত ভ্যান চালক কোরবান আলী উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া মহল্লার মৃত বছির গাড়িয়ালের ছেলে বলে জানা গেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশান অফিসার রেজাউল করিম জানান, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় হস্তান্তর করে। ঘাতক ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে।