শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

শনিবার (২৩ এপ্রিল) শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুল মন্ডলের নিজস্ব অর্থায়নে   ৪'শতাধিক গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদিন সকালে গালা ইউনিয়নের দুগালী গ্রামস্থ ইউনিয়ন বিএনপি নেতা সাইদুল মন্ডলের বাড়িতে এ ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি। এ ঈদ উপহার বিতরণে অংশ নেন শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু, যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ৯০ দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক আমির হোসেন সবুজ, বিএনপি নেতা ইয়াছিন আলী, সাইদুল মন্ডল প্রমূখ।