সিরাগঞ্জের শাহজাদপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৪'শ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকিক, সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুময়ন কবির রিপন, যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ, যুগ্ম-আহবায়ক মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম আলি, সদস্য সচিব আক্তার হোসেনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।