শাহজাদপুরে সাধারন সম্পাদক প্রার্থী মানিক সরকারের পক্ষে গণজোয়ার

ঋষিপাড়া দুর্গামন্দির কমিটির সভাপতি শ্রী দেবাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী শয়ন চন্দ্র দাস, আদিবাসী দুর্গামন্দিরের সভাপতি বাবলু রায় ও সাধারন সম্পাদক চিত্ত রায়সহ বেশ কয়েকজন ভোটার জানান, ‘মানিক সরকার আমাদের মনোনীত প্রার্থী। বিপদে আপদে তিনি সবার পাশে দাঁড়ান ও সাধ্যমতো সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তিনি নির্বাচিত হলে পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ও বিভিন্ন পূজা মন্ডপের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে।’

আগামী ১২ এপ্রিল রোজ মঙ্গলবার  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রার্থীদের প্রচার প্রচারণা আর পোষ্টার ফেস্টুনে ছেয়ে গেছে শাহজাদপুর। এ সম্মেলনকে সামনে রেখে সম্মেলনের সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার প্রতিদিনই দিনে রাতে বিভিন্ন মন্দিরে মন্দিরে ও ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটে চলেছেন, ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন, মতবিনিময় করছেন এবং তাদের সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যেই মানিক সরকার নিজ যোগ্যতায় ও দক্ষতায় সনাতন ধর্মাবলম্বীদের ভালোবেসে কাছে টেনে নিতে এবং ভোটারদের মনের মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এ কারণে তার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের সাথে আলাপকালে ঋষিপাড়া দুর্গামন্দির কমিটির সভাপতি শ্রী দেবাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী শয়ন চন্দ্র দাস, আদিবাসী দুর্গামন্দিরের সভাপতি বাবলু রায় ও সাধারন সম্পাদক চিত্ত রায়সহ বেশ কয়েকজন ভোটার জানান, ‘মানিক সরকার আমাদের মনোনীত প্রার্থী। বিপদে আপদে তিনি সবার পাশে দাঁড়ান ও সাধ্যমতো সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তিনি নির্বাচিত হলে পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ও বিভিন্ন পূজা মন্ডপের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে।’

গণসংযোগকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার জানান, ‘তিনি নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের সেবায় কাজ করে যাবেন।’

এ গণসংযোগকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, বর্তমান পৌর সভাপতি ও সভাপতি পদপ্রার্থী শ্রী রতন বসাক, শ্রী রাম সরকার, শ্রী রাম বসাক, শ্রী বাবু বসাক, শ্রী প্রদীপ চন্দ্র পালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।