রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বইমেলা শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব-এর উদ্যোগে বইমেলা শুরু হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ  তিন দিনব্যাপী  বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব-এর উদ্যোগে বইমেলা শুরু হয়েছে।

উক্ত বই মেলার শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।