শাহজাদপুরে গাজাসহ আটক ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাজাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মোঃ সালাম বেপারী (৩৪) উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামের মৃত সেকেন্দার বেপারীর ছেলে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাজাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সালাম বেপারী (৩৪) উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামের মৃত সেকেন্দার বেপারীর ছেলে।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২২মার্চ) দুপুরে এসআই মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল উপজেলার গাড়াদহ ইউনিয়নে সরিষাকোল গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাজাসহ হাতেনাতে সালাম বেপারীকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর করিয়া তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।