সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বলতৈল ইউনিয়নের চর-বেলতৈল গ্রামের মৃত আক্তার মোল্লার বড় ছেলে রমজান(১৭)। হাত-পা প্রায় অকেজো, মানুষের দ্বারে দ্বারে ছুটেও ছেলের জন্য একটি হুইল চেয়ার পাননি অসহায় রমজানের মা নাজু বেগম।
জানা যায়, গত ৩ বছর পূর্বে রোগে ভুগে রমজানের পিতা আক্তার মোল্লা মৃত্যু বরণ করেন। তারপর থেকেই দারিদ্র্যতার কষাঘাতে ভুগতে থাকে প্রতিবন্ধী রমজান ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী রমজানের(১৭) নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে অনেকের মতো নজরে আসে শাহজাদপুরের মানবিক মানুষ ও স্থানীয় ব্যাবসায়ী শাহবাজ খান সানির। তখন তিনি অসহায় পরিবারের সাথে যোগাযোগ করে তার প্রতিষ্ঠিত আব্দুল লতিফ খান ও রাজিয়া সুলতানা খান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন। নতুন হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে রমজানসহ তার পুরো পরিবার।
আব্দুল লতিফ খান ও রাজিয়া সুলতানা খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি বলেন, রমজানের এরকম জীবন ফেসবুক দেখে আমি ভীষণ কষ্ট অনুভব করেছি। আমার বাবা ও মায়ের নামে প্রতিষ্ঠিত সংস্থার পক্ষ থেকে রমজানকে হুইল চেয়ার দিতে পেরে নিজেও খুব আনন্দ অনুভব করছি।