শাহজাদপুরে ওএমএস’র মাধ্যমে ফের চাল-আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে পুনরায় ওএমএস(খোলা বাজার)’এ চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার(২০জানুয়ারি) থেকে ৪ টি ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু করে উপজেলা খাদ্য অধিদফতর।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে পুনরায় ওএমএস(খোলা বাজার)’এ চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার(২০জানুয়ারি) থেকে ৪ টি ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু করে উপজেলা খাদ্য দপ্তর।

উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা যায়, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন ও রুপপুর(থানার ঘাট সংলগ্ন) প্রতিদিন ৪ ডিলারের মাধ্যম ৪ টন চাল ও ৪ টন আটা বিক্রি করা হচ্ছে।

শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে সরকার আবারও এ কার্যক্রম চালু করেছে। আমরা ৩০দিনের বরাদ্দ পেয়েছি, আপাতত পৌর সদরে প্রতি ডিলারের মাধ্যমে দৈনিক ১ টন করে মোট ৪ টন চাল ও ৪ টন আটা বিক্রি করা হচ্ছে। এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে জন প্রতি ৩০ টাকা দরে ৫ কেজি চাল ও আটা ১৮ টাকা দরে ৫ কেজি আটা সংগ্রহ করতে পারবেন। তিনি পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ ও ক্রয় করতে আহ্বান জানান।