শাহজাদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন  কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত  সভায় প্রধাান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান, মণিরুল গণি চৌধুরী শুভ্রসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।