শাহজাদপুরে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সিরাজুল ইসলাম উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের মোঃ আনছার প্রামানিকের ছেলে, সে পেশায় একজন কৃষক। নিহত সিরাজুল একটি ৮ বছর বয়সী ও একটি ৭ মাস বয়সী দুটি কন্যা সন্তানের জনক। তার মানুষিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানায়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সিরাজুল ইসলাম উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের মোঃ আনছার প্রামানিকের ছেলে, সে পেশায় একজন কৃষক। নিহত সিরাজুল একটি ৮ বছর বয়সী ও একটি ৭ মাস বয়সী দুটি কন্যা সন্তানের জনক। তার মানুষিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানায়।

জানা যায়, শুক্রবার(২২ আগষ্ট) দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের আনছার প্রামাণিকের ছেলে সিরাজুল ইসলাম ঘরের ডাফের (তীরের) সাথে ওড়না পেচিয়ে ঝুলতে থাকে। পরে বাড়ির লোকজন তার কোন সারাশব্দ না পেয়ে ঘরে উকি দিলে সিরাজুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে ঘরের দরজা ভেঙে তার দেহ নামায়।

এই বিষয়ে নিহতের পিতা আনছার আলী জানান, আমার ছেলের দীর্ঘদিন যাবৎ মানুষিক সমস্যা ছিল। সম্প্রতি তার অসুস্থ্যতা আরো বৃদ্ধি পেয়েছিল। তার মৃত্যুতে আমাদের কারও প্রতি কোন অভিযোগ নেই।

এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে শুক্রবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, শনিবার নিহতের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।