কারো দ্বিমত থাকলে বলুন

আমি যাহা জানি, আপনি তাহা জানেন না। একজন নিরক্ষর ব্যক্তিরও বস্তু জাগতিক অসাধারণ জ্ঞান থাকতে পারে। সুতরাং সকল আহরিত জ্ঞান, বিজ্ঞান চর্চা ভিত্তিক জীব উদ্ভীদ প্রাণ জগতকে সাম্যের ভিত্তিতে রক্ষার কর্ম কৌশলের জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান।

জ্ঞান লুটপাটের সম্পদ নয়। জ্ঞান জীব জগতের মাঝে আহরণ করবার বস্তু জাগতিক বিষয়। আপনি যাহা জানেন, আমি তাহা জানিনা। 

আমি যাহা জানি, আপনি তাহা জানেন না। একজন নিরক্ষর ব্যক্তিরও বস্তু জাগতিক অসাধারণ জ্ঞান থাকতে পারে। সুতরাং সকল আহরিত জ্ঞান, বিজ্ঞান চর্চা ভিত্তিক জীব উদ্ভীদ প্রাণ জগতকে সাম্যের ভিত্তিতে রক্ষার কর্ম কৌশলের জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। 

 শুধু পুথিগত বিদ্যা,বিষয় ভিত্তিক একাডেমিক ভালো ফলাফলের সনদ, বিশেষ ডিগ্রী গ্রহণ, কখনো জ্ঞান ও মেধার মানদন্ড নয়। 

সে কারনে বিদ্যাজ্ঞান নিয়ে অহঙ্কার করা কুশিক্ষা জ্ঞানের লক্ষণ মাত্র। কারো দ্বিমত থাকলে বলুন। আমরা চর্চার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ হই।


বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার


সাংবাদিক, কলামিস্ট ও গবেষক

প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম 

৫ অক্টোবর, ২০২১ খৃষ্টাব্দ।