শাহজাদপুর আদালতের প্রায় ১২’শ নথি পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ১২’শ নিষ্পত্তি মামলার নথি পুড়িয়ে ধ্বংস করেছে আদালত। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা জজের আদেশ মোতাবেক শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালত প্রাঙ্গণে সিনিয়র সহকারি জজ কিশোর দত্ত’র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই নথি পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ১২’শ নিষ্পত্তি মামলার নথি পুড়িয়ে ধ্বংস করেছে আদালত। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা জজের আদেশ মোতাবেক শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালত প্রাঙ্গণে সিনিয়র সহকারি জজ কিশোর দত্ত’র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই নথি পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালতের সেরেস্তাদার মোঃ তরিকুল ইসলাম বলেন, এখানে আজ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত খারিজ এবং উত্তোলন সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ায় নথিগুলো অপ্রয়োজনীয় অবস্থায় পরে রয়েছে সেই সকল নথিগুলো সিআরও’র বিধান অনুসারে আমরা ধ্বংস করা শুরু করেছি। এগুলো বিধান অনুযায়ী এভাবেই নিষ্পত্তি করতে হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, আদালতের নাজির মোঃ মোজাম্মেল হক, জারিকারক মোঃ রেজাউল করিম, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মোয়াজ্জেম হোসেন প্রমূখ।