চৌহালিতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

এ বিষয়ে স্বজনেরা বলেন,এদিন সকালে তোয়া মনি বাড়ির উঠনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সবাই খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামে শনিবার সকালে বাড়ির পাশের বন্যার পানিতে পড়ে তোয়া মনি(৩) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ওই গ্রামের সবুর সিকদারের মেয়ে। 

এ বিষয়ে স্বজনেরা বলেন,এদিন সকালে তোয়া মনি বাড়ির উঠনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সবাই খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি করে মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।