শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে এক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সিরাজগঞ্জ শাহজাদপুরে এক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান ।

জানা যায়, বুধবার(২৫আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর সহকারি কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর নেতৃত্বে শাহজাদপুর থাানর উপ-পরিদর্শক মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ পৌরসদরের দিলরুবা বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে জীবন চন্দ্র সূত্রধর (৩৫) নামের এক মাদক সেবীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক সহকারি কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

জীবন চন্দ্র সূত্রধর পৌর এলাকার দ্বারিয়াপুর নতুনপাড়া গ্রামের দুলাল চন্দ্র সূত্রধরের পুত্র।