সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৯জন আহত হয়েছে।
নিহত ট্রাক হেলপার শহিদ মোল্লা (২৮) কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের পলান মোল্লার ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, ঘটনার সময় নিউ রাজশাহী ডিলাক্স নামের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত হেল্পারকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। উভয় গাড়ির চালক পালিয়ে গেছে।