জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১২আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহিদ স্মৃতি সম্মেলন হল রুমে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সাহাবুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ মীর কাওছার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।