সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের গোজা ব্রীজ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকচাপায় দীপঙ্কর কুমার দ্বীপ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের গোজা ব্রীজ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকচাপায় দীপঙ্কর কুমার দ্বীপ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। 

সে রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্ট কুমারের ছেলে ও সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এ দিন সকালে গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময়  দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।