সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই নতুনপাড়া জামে মসজিদ এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ র্যাব-১২ এর এশটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী ১২ ক্যান রিয়ারসহ মোঃ রিফাত হোসেন রিশাদ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি বেলকুচি উপজেলার তামাই মধ্যপাড়া গ্রামের আমির হামজা প্রামানিকের ছেলে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার ভোর রাতে বেলকুচি উপজেলার তামাই নতুনপাড়ায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী ১২ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী রিশাদকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে সে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। পরে উদ্ধারকৃত
আলামতসহ তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয় ও মাদক আইনে মামলা দায়ের করা হয়।