আজ রিদম প্লেয়ার মিঠুর জন্মদিন

রিদম প্লেয়ার মিঠুর জন্মই সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সংগীত পরিবারে। তার বাবা শ্যামল কুমার সাহা একজন সংগীত শিক্ষক ছিলেন। ছোটবেলায় দাদা পণ্ডিত যতীন্দ্র নাথ সাহার কাছেই ১৯৮৮ সালে মিঠুর তবলায় হাতে খড়ি হয়। এরপর উস্তাদ কামরুজ্জামান মনিরের কাছে ১০ বছর তালিম নিয়েছেন।

সজল কুমার সাহা। মিউজিক ইন্ডাস্ট্রিতে মিঠু নামেই পরিচিত। চলতি প্রজন্মের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একজন মিউজিশিয়ান। স্বাভাবিক সময়ে দেশ-বিদেশের শো নিয়েই থাকে তার ব্যস্ততা।

রিদম প্লেয়ার মিঠুর জন্মই সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সংগীত পরিবারে। তার বাবা শ্যামল কুমার সাহা একজন সংগীত শিক্ষক ছিলেন। ছোটবেলায় দাদা পণ্ডিত যতীন্দ্র নাথ সাহার কাছেই ১৯৮৮ সালে মিঠুর তবলায় হাতে খড়ি হয়। এরপর উস্তাদ কামরুজ্জামান মনিরের কাছে ১০ বছর তালিম নিয়েছেন।

খেলা পাগল মিঠু

ঢাকা কলেজ থেকে ২০০৬ সালে মাস্টার্স সম্পন্ন করে পুরোদমে মিউজিক শুরু করেন সজল কুমার সাহা (মিঠু)। এই রিদম প্লেয়ার মূলত তবলা, পেড ও অ্যাকুস্টিক ড্রামস বাজিয়েই মিউজিকে তার জাদু ছড়িয়েছেন। দেশব্যাপী জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে তিনি শো করেছেন অসংখ্য। দেশের গণ্ডি পেরিয়ে মিঠু ১৮টি দেশে শো করেছেন। 

বাবার শ্যামল কুমার সাহ ‘র সাথে সজল কুমার সাহা মিঠু

আজ দেশের তুখোড় এ মিউজিশিয়ানের জন্মদিন। তবে করোনার কারণে তেমন কোনো আয়োজন নেই। তবে রাত ১২টার সময়ই কাছের শিল্পী-মিউজিশিয়ানদের উপস্থিতিতে ছোট পরিসরে কেক কাটার আনুষ্ঠানিকতা থাকছে। এদিকে করোনা পরিস্থিতিতে মিউজিশিয়ানদের অবস্থা বেশ খারাপ উল্লেখ করে মিঠু বলেন, সবকিছু থমকে আছে। ২/১ টা চ্যানেলের অনুষ্ঠান ছাড়া সব কাজ বন্ধ। 

মা-ভাইয়ের সাথে সজল কুমার সাহা মিঠু

আমাদের মূল আয়ের উৎস হলো ওপেন কনসার্ট ও কর্পোরেট প্রোগ্রামগুলো। এগুলো বন্ধ থাকায় মিউজিশিয়ানরা কঠিন সময় পার করছেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এ তারকা মিউজিশিয়ান বলেন, রিদমের ওপর বিশেষ কিছু করতে চাই। ভালো কিছুর মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করাই আমার লক্ষ্য।


মানবজমিন থেকে সংকলিত

বাল্যবন্ধু সজলের সাথে সজল কুমার সাহা মিঠু