শাহজাদপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত

এ দিন সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুরাল চত্বরে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে আজ রবিবার (৮ আগষ্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন করা হয়। এ জন্মদিনের কর্মসূচিতে ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনাসভা ও দোয়া মাহফিল।

এ দিন সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুরাল চত্বরে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রমুখ।